• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড় 

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুর চিরিরবন্দরের রাণীরবন্দর এলাকায় টিনের চালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে মানুষের নজর পড়ে। কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাণীরবন্দর তেগআলীশাহ পাড়া এলাকায় এই দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার নশরতপুর বাজার, রাণীরবন্দর সুইহারী, পালপাড়া, চাঁন্দেরদহ, তেগআলীশাহ পাড়া এলাকার বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। রাণীরবন্দর থেকে হিলি সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।

তেগআলী শাহ পাড়ার মো. আব্দুল্ল্যাহ বলেন, সকাল আটটার দিকে আমার বাড়ির সামনে বানরটিকে দেখতে পাই। এসময় আমরা কলা, আপেল, বাদাম এসব খাবার দিয়েছি। চালের ওপর থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে।

স্থানীয় আমিনুল হক, আনছার আলী, বেলাল হোসেনসহ একাধিক স্থানীয় জনসাধারণের ভাষ্য, বানরটি প্রায় ১০-১২ দিন ধরে বৃহত্তর রাণীরবন্দর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুরের তত্ত্বাবধায়ক মো. আব্দুল মান্নান বলেন, এসব বানর সীমান্ত এলাকা ভারত থেকে আসতে পারে। ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পরে বানর সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। তিনি আরো বলেন, উৎসুক জনতা যেন বানটির ক্ষতি না করে সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বন বিভাগের পক্ষ থেকে বানরটি উদ্ধারের চেষ্টা করবো। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –